খলিল:সাভার বিরুলিয়ায় মনির হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩৬ পিস ইয়াবাসহ আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
১৩ ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকা থেকে ইয়াবা বিক্রয়ের সময় ওই যুবককে আটক করে পুলিশ।
আটক মনিরুল টাঙ্গাইল জেলার মধুপুর থানার বাসিন্দা। সে সাভারের বিরুলিয়া এলাকায় ভাড়াটিয়া।
পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় অভিযান চালানোর সময় মনিরকে প্রাথমিকভাবে আটক করে তল্লাশি করা অবস্থায় ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ অপূর্ব দত্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা । পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।