শেখ সাদী মাছুমঃ ময়মনসিংহ সদর উপজেলার লালকুঠি দরবার শরীফ (শম্ভূগঞ্জ) আজ১৬/২/২০২০খ্রী রবিবার দুপুর ১২টা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল, লালকুঠি দরবার শরীফের মুস্তাহ্ছান মুবারক।জানা যায়, ১৯৬৩ ইং সন,বাংলা ১৩৭০ সালে ১৮ ফাল্গুন রবিবার ১ম ওরছ শরীফ শুরু করেন, শম্ভুগঞ্জ, লালকুঠি দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর ও মুর্শেদ শাহ্ সূফি হযরত মাওঃ খাজা মোহাম্মদ ছাইফুদ্দীন নক্সেবন্দী মুজাদ্দেদী (র) সাহেব, তারই দ্বারা বাহিকতা এযাবত ৫৭ বৎসর ধরে পালিত হচ্ছে ওরছ মোবারক,আরো জানা যায়, প্রতি বৎসরের ন্যায় এবার ও ভারত আসাম রাজ্য সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্ত মুরিদান,নর নারী এতে অংশ গ্রহন করেন,৩দিন যাবত কোরআন শরীফ পাঠ,জিকের আজগার,ফরজ নামাজ শেষে,নফল এবাদত বন্দী হয়, পরিশেষে খাজা বাবা শম্ভুগঞ্জী (র) মাজার কমপ্লেক্সে, গদীনশীন পীর আলহাজ্জ্ব হযরত মাওঃ শাহ্ সূফি শাহ্ খাজা মোহাম্মদ রেজাউল হক আলমুজাদ্দেদী হুজুর দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাত করেন।
