আরিফ রববানীঃ মুজিব বর্ষে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ত্রিশাল পৌরসভার নাগরিকদের স্বপ্নপূরণ ও উন্নত সেবা নিশ্চিত করণের লক্ষে প্রায় ৪৮লাখ টাকার রাস্তার উদ্বোধন করলেন পৌরসভার দু’বারের নির্বাচিত মেয়র,তরুণ জনপ্রিয় রাজনীতিবিদ আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।
উন্নয়নের অংশ হিসাবে তিনি সোমবার সকালে ত্রিশাল পৌর এলাকার পুড়াবাড়ী রাস্তা হতে মরহুম রুহল আমিন বি এসসির বাড়ি পর্যন্ত ৪৭ লাখ দুই শত চার টাকা ব্যায়ে পাকা করণ রাস্তার কাজ উদ্বোধন করেন তিনি ।এ সময় উপস্থিত ছিলেন,৩নং কাউন্সিলর এ বি এম শাহজাহান, পৌরসভার প্রকৌশলী প্রদীপ কুমার দেবনাথ, সহকারী প্রকৌশলী রফিউল, আলম, আব্দুল আজিজ, আনোয়ার সাদত মঞ্জুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ত্রিশাল পৌরসভা উন্নীত হওয়ার পর থেকেই পৌর নাগরিকরা স্বপ্ন দেখতো বিভিন্ন উন্নয়ন নিয়ে। সেই স্বপ্নগুলো গত নয় বছরে প্রায় বাস্তবায়ন করতে সম্ভব হয়েছেন জননেতা মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান।
পৌরসভা এলাকে অত্যাধুনিক শহর, পৌরভবন, যাতায়ত ব্যবস্থা, পানি নিস্কাশনে বৃহৎ বড় বড় ড্রেইন, গ্যাস, বিদ্যুৎ,, শিশুদের শতভাগ টিকা দেওয়ার ব্যবস্থা, বয়স্ক ভাতা,বিধবা ভাতা, পঙ্গু ভাতা,
ন্যাশনাল সার্ভিসে বেকারদের সনাক্ত করে চাকুরী, কেন্দ্রীয় মসজিদ, মন্দির ও ঈদগাহ মাঠ উন্নত করা, ফায়ার সার্ভিস, পৌর বাজার পাহাড়া, বাজার জুড়েই সি সি টিভির আওতায় এনে যুগের পর যুগ পড়ে থাকা অবহেলিত এই পৌরসভাকে করেছেন নিরাপদ ও অত্যাধুনিক যা নাগরিকদের স্বপ্ন বাস্তবায়নে প্রয় শতভাগ পূরণ হয়েছে বলে পৌরবাসীর বক্তব্য । বৃহতর ময়মনসিংহে সরকারের উন্নয়নের মাইল ফলক হিসেবে ত্রিশাল পৌরসভা আলোকিত। পৌরকর্মকর্তা ও কর্মচারীরাও গর্বীত উন্নত পৌরসভায় কর্মরত থাকতে পেরে।