আরিফ রববানীঃ একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর-৪আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপি।
শুক্রবার দিবাগত রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি শহীদদের প্রতি এ শ্রদ্ধা জানান। এসময় তার সাথে উপস্হিত ছিল বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মাদ কাদের এমপি,চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা সহ দলের অন্যান্য সংসদ সদস্য এবং জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণের পর নেতৃবৃন্দ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।