স্টাফ রিপোর্টারঃঅমর একুশ এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে একুশে ফেব্রুয়ারি সোনারগাঁও উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ – ৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ও ওসি তদন্ত শরীফ আহম্মেদ সকলেই ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় সোনারগাঁও থানার ওসি অপারেশন মাসুদ রানা, সেকেন্ড অফিসার এসআই পংকজ কান্তি সরকারসহ আরও সোনারগাঁও থানা পুলিশ সদস্যরা ও ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। জানা যায়
রাত ১২টা ১টি মিনিটে প্রথমে সোনারগাঁও থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মনিরুজ্জামানসহ থানা পুলিশ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন ।