Pratidinertottho.com: শুভ শুভ শুভ দিন আদিবা’র জন্মদিন। “মুখে তোমার দীপ্ত হাসি, ফুল ফোটাচ্ছে রাশি রাশি, হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাসে, তেমন করে মামনি তোমার জীবন যেন সুখের সাগরে ভাসে”।
২২শে ফেব্রুয়ারী আদিবা মামনি’র প্রথম জন্ম বার্ষিকী। “যে দিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি হেঁসেছিলো সবে, এমন জিবন তুমি করিবে গঠন, মরিলে হাঁসিবে তুমি কাঁদিবে ভূবন”। পিতা-মাতা’র দাম্পত্য জিবনে দীর্ঘ প্রতিক্ষার পর মহান আল্লাহ পাকের অসীম রহমতে আত্মীয়-স্বজন সকলকে আনন্দের সাগরে ভাসিয়ে তাদের ঘর আলোকিত করে ২২/০২/২০১৯ ইং তারিখ দিবাগত রাত ১০:৪৫ টায় কলিজার টুকরা আদিবা’র জন্ম হয়। তাহার পিতা- মোঃ আলআমিন, মাতা- মোসাঃ ইয়াসমিন আক্তার, গ্রাম-পশ্চিম পোমকাড়া, দেবিদ্বার। দেখতে দেখতে তাহার জন্মের একটি বছর কেটে গেলো আলহামদুলিল্লাহ্। এমনি করে কেটে যাক বছরের পর বছর, যুগের পর যুগ।
আদিবা মামনি প্রথম তোমার জন্মদিনে মহান আল্লাহ পাকের নিকট সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সার্বিক সফলতা কামনা করছি। দোয়া করি “সূর্যের মতন উজ্জ্বল হও, সাগরের মতন হও চঞ্চল, আকাশের মতন উদার হও, আর ঢেউএর মতন উচ্ছল, হাজার ভিড়ের মাঝে হোক তোমার একটা আলাদা পরিচয়”।
তোমার প্রথম জন্মদিনে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল।