শেখ সাদী মাছুম : নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায়,আজ রবিবার বিকালে নির্বাহী অফিসার উম্মে কুলসুম একই উপজেলার রুই গ্রামের হাছেন ফকিরের ছেলে আতাউল্লাহ হাসান সুমন (১৯)নামে এক যুবককে ১ বৎসরের জেল ১০হাজার টাকা জরিমানা, অনাদায়৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।জানা যায় পূর্বধলা হোসাইনিয়া ফাজিল মাদ্রাসায় অত্র উপজেলা বিভিন্ন মাদ্রাসার দাখিল পরিক্ষার কেন্দ্র হওয়ায়, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত ছাত্র ছাত্রীরা পরিক্ষা দিয়ে আসছিল,আরো জানা যায় গতকাল দাখিল পরিক্ষার্থী এক ছাত্রী বাতরুমে গেলে তাকে বাহির তেকে সুমন সিটকি দিয়ে আটক করে অভিযোগ করে ছাত্র ছাত্রীরা, এ নিয়ে উক্ত ছাত্রীর মাদ্রাসার ছাত্রদের সাথে দস্তাদস্তি হলে, মাদ্রাসা শিক্ষকরা বেশ কিছুক্ষন আটক রেখে ছেড়ে দেয়,এর জের ধরে আজ পরিক্ষা দিয়ে উক্ত ছাত্র ছাত্রীরা বাড়ি ফেরা পথে পূর্বধলা ডিগ্রি কলেজ রোড পৌছলে সুমন ১০/১৫ জন সঙ্গী নিয়ে পথ রোধ করে এ সময় তাৎক্ষণিকভাবে পূর্বধলা থানা খবর দিলে এস আই নাজিম উদ্দীন, এ এস শাহীনুল বারী সুমনকে আটক করে,পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী অফিসার উম্মে কুলসুম সুমনকে উক্ত সাজা দেয়।
