গৌরীপুর (ময়মনসিংহ) থেকে মোঃ আব্দুল লতিফ:
মঙ্গলবার দুপুরে উপজেলার রামগোপাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রহমান খান উপজেলার তেরশিরা গ্রামের বাসিন্দা।
গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, যাত্রী নিয়ে অটোরিকশাটি পৌরশহরে যাচ্ছিল। রামগোপাপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রহমান খান নিহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।