স্টাফ রিপোর্টারঃ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ নিয়ে প্রতিষ্ঠিত জাতীয় পার্টির অন্যতম সংগঠন পল্লী বন্ধু পরিষদ ময়মনসিংহের আহবায়ক রুবেল আলী ও যুগ্ম-আহবায়ক একে স্বপনের নেতৃত্বে বাড়ী-বাড়ী ও ঘরে-ঘরে ঘুরে গরীব অসহায় মানুষের খোজ নিয়ে তাদের সহযোগিতায় পাশে দাড়াচ্ছেন ময়মনসিংহ পল্লীবন্ধু পরিষদ। নেতৃবৃন্দ তাদের সাধ্যমত এসব গরীব দুস্থ মানুষের কল্যাণে বিভিন্ন ভাবে সহযোগিতা করছেন। তারই ধারাবাহিকতায় তারা ২৮শে ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলা পল্লীবন্ধু পরিষদের পক্ষ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জনতার বন্ধু পল্লী বন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের জন্য দোয়া প্রত্যাশা করে ময়মনসিংহে দুস্থ-অসহায় মানুষের মাঝে লঙ্গী বিতরণ করা হয়। জেলা পল্লী বন্ধু পরিষদের আহবায়ক রুবেল আলী ও যুগ্ম আহবায়ক একে স্বপনের উদ্যোগে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের আকুয়া জুবলী কোয়ার্টার কলোনীতে এই লঙ্গী বিতরন করা হয়। লুঙ্গী হাতে পেয়ে স্থানীয় মুক্তিযুদ্ধা মুর্তজা আলী, জুবলী কোয়ার্টার কলোনীর ভেন চালক মন্টু মিয়া,রিক্সা চালক সোবান মিয়া পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের জন্য দোয়া করেন এবং পল্লী বন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার নেতৃবৃন্দের প্রশংসা ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য-গরীব,দুস্থ্য ও অসুস্থ -অসহায় মুক্তিযোদ্ধাসহ সাধারন মানুষের কল্যাণে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনায় আর্থ মানবতার সেবায় নিজ খরচে এসব লুঙ্গি বিতরণ করেন নেতৃবৃন্দ।
