শেখ সাদী মাছুম : সারা দেশের ন্যায় নেত্রকোনা জেলার পূর্বধলায় আজ ১ মার্চ পালিত হল জাতীয় বীমা দিবস, জানা যায়, এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীমা করেছিলেন,এই দিনটকে স্বরনি করে রাখতে আজ প্রথম বারের মতো জাতীয় বীমা দিবস হিসেবে পালিত হয়, উক্ত দিবসের শ্লোগান ছিল,,বীমা দিবসে শপথ করি, নিরাপদ জীবন গড়ি,,র্যারী বাহির হয়, উক্ত শ্লোগানে মুখরিত করে পূর্বধলা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে, উক্ত অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন,উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার উম্মে কুলসুম, উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, সমবায় কর্মকর্তা সাইফুল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার নিজামুদ্দিন, বি আর ডিবির চেয়ারম্যান মোতাহার হোসেন খান বকুল ও আরো অনেকেই , বেস্ট লাইফ ইন্সুইরেন্স এর অফিসার ইনচার্জ ,মোঃ রইছউদ্দীন তালুকদার, প্রাইম ইসলামি লাইফ ইন্সুইরেন্সের জেলা কো অর্ডিনেটর, মোঃ ইউচুফ আলী, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স জেলা কো অর্ডিনেটর আঃ মালেক, অতিরিক্ত প্রকল্প পরিচালক পপুলার লাইফ ইন্সুইরেন্স, এমদাদুল হক বাচ্চু,সহকারী রিজওনাল ইনচার্জ ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স (জনবীমা)এস এম ওয়াদূূদ, র্যালী শেষে সকলেই জেলাপরিষদের অডিটোরিয়ামে বীমা উপর গুরুত্বপূর্ণ বক্তব রাখেন।
