আরিফ রববানীঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উদযাপন উপলক্ষে দুঃসময়ে (২০০১-২০০৮) দায়িত্ব পালনকারী নেতা কর্মীদের পুনর্মিলনী-২০২০ এর রেজিস্ট্রেশন ফরম বিতরণ চলছে। দু:সময়ের সারথীদের নিয়ে সকলে মিলে ডানা মেলে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আগামীর রথে সুন্দর এক বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে সকলে মিলে বৃহত্তর ঐক্য গড়ে তুলবো সুস্থ রাজনীতির ধারায় আগামীর পথে একসাথে চলার লক্ষে ময়মনসিংহে জেলস ছাত্রলীগের দুঃসময়ের রাজপথ কাঁপানো সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করছে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও তরুন রাজনীতিবিধ মোঃ শরীফ হাসান অণু ও সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন।
সেই উপলক্ষে প্রস্তুতি প্রায় সম্পন্ন। ইতিমধ্যে
পুণর্মিলনীতে অংশ গ্রহনে আগ্রহীদের হাতে তুলে দেওয়া হচ্ছে পুণর্মিলনী-২০২০’-এর টি-শার্ট, গেঞ্জি ও প্রয়োজনীয় জিনিস পত্রাধি। মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত এই পুণর্মিলনী পাবে ভিন্নমাত্রা।
মুজিববর্ষে বিশেষ আয়োজনে অনুষ্ঠানটি ব্যাপকভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পুণর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক সাবেক ছাত্রলীগ সভাপতি শরীফ হাসান অনু।
মুজিববর্ষ উপলক্ষে এই পুণর্মীলনী উৎসবে থাকবে আরো জমকালো আয়োজন। স্বাধীনতার গান গেয়ে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় শিল্পীগোষ্ঠীরা।