আরিফ রববানীঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের তরুণ রাজনীতবিধ,বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক খন্দকার মশিহুর রহমান শাহানশাহ বলেছেন, মুজিববর্ষে দেশকে মাদক মুক্ত আধনিক দেশ গড়তে সরকার যে চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে বর্তমান প্রজন্মকে সুশিক্ষিত করার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী করতে গড়ে তুলতে হবে। কারণ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।আর দেশকে মাদক মুক্ত করতে হলে সরকারের পাশাপাশি সর্বস্তরের জনগনকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, দেশেকে মাদক মুক্ত করতে আইনশৃঙ্খলা বাহীনী ইতিমধ্যে দেশে এর উৎস্যমুখ বন্ধ করার প্রক্রিয়া শুরু করেছে।বাংলাদেশে যেসব মাদক সেবন করা হয়, তার বেশিরভাগই দেশের বাইরে থেকে আসে। দেশের মধ্যে যদি মাদকের চাহিদা থাকে তাহলে যেকোন ভাবে মাদক আসবে। সেক্ষেত্রে দেশের বাইরে থেকে মাদকের সাপ্লাই যেন না আসতে পারে সে জন্য বর্তমান যুবসমাজকে আইনশৃঙ্খলা বাহীনীকে সহযোগিতায় এগিয়ে আসতে হবে । যেকোন মূল্যে মাদক সরবরাহ বন্ধ করতে হবে। তিনি বলেন-দেশকে মাদক মুক্ত করতে শুধু পুলিশের উপর নির্ভর করলে হবে না,তাই মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলার আহবান জানান।
ত্রিশালের বইলর ইউনিয়নের বাঁশকুড়ি এলাকায় স্থানীয় যুবসমাজ আয়োজিত t-10, ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় উদ্বোধন ও বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইউনিয়নের তরুণ জনপ্রিয় রাজনীতিবিধ ও বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার মশিহুর রহমান শাহানশাহ এসব কথা বলেন।
তিনি বলেন-দেশকে এগিয়ে নিতে সকল প্রকার অপরাধের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ সরকার সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে। সরকারের এ চেষ্টার সাথে সকলে মিলেমিশে ঐক্যবদ্ধ হলেই দেশকে অপরাধ দমনের মাধ্যমে শান্তিপুর্ণ দেশ গড়া সহজ হবে। সে লক্ষেই তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্থানীয় রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন।।