ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহে করোনস ভাইরাসকে কেন্দ্র করে বাজারে মাস্কের মুল্য নিয়ন্ত্রণে ধারাবাহিক ভাবে ভ্রাম্যমাণ আদালতে অভিযান অব্যাহত রাখছেন প্রশাসন। নগরীর গাঙ্গিনারনারপাড় এলাকায় মাস্কের দাম বেশি রাখার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ২০০০০/- (বিশ হাজার টাকা) জরিমানা করা হয়েছে l জেলস প্রশাসনের নির্দেশনায় মাস্কের মুল্য নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসাবে ১০ই মার্চ দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসানের নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
বিশ্বজুড়ে করোনা ভাইরাস সংক্রমণে আতংকিত হওয়ার কারণে বাংলাদেশে বেশিরভাগ মানুষ মাস্ক ব্যবহারের দিকে ঝুকেছে। এই সুযোগে একশ্রেনীর অতিমুনাফাধারী ব্যবসায়ী মানুষের কাছ থেকে অতিরিক্ত মূল্য হাতিয়ে নিচ্ছে। বাজার ঘুরে দেখা যায়, ৬০ থেকে ৭০ টাকার একটি সার্জিক্যাল মাস্ক ১৫০ থেকে ২৫০ টাকায় বিক্রি করা হচ্ছে, যা ভোক্তা অধিকার আইনে দন্ডনিয়।
এর আগে ৯ মার্চ সোমবার অভিযানে দূর্গাবাড়ি এলাকার বায়োল্যাব সার্জিকয়াল ফার্মিসিকে ভোক্ত অধিকার আইনে ১০ হাজার টাকা, এস কে মেডিসিন ফার্মিসিকে অতিমুনাফার দায়ে ৫ হাজার টাকা ও চরপাড়া মোড়ে এনাম ফার্মেসীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় বিভিন্ন ব্যবসায়ীদের সচেতনামূলক নির্দেশনা দেওয়া হয় । দোকানীদেরকে মাস্ক প্রতি ২০ থেকে ২৫ শতাংশের বাইরে মুনাফা নিতে করতে নিষেধ করেন। প্রচলিত আইন ও নির্দেশনা অমান্য করে কেউ অতিরিক্ত মুনাফা আদায় ও পণ্যের যথাযথ রশিদ সংগ্রহ- সংরক্ষণ না করলে আইনে দন্ডিত হবেন বলে ব্যবসায়ীদের নির্দেশনা দেন। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শামসুল আলম, অফিসসহকারী হোসাইন মো: রুবেলসহ বিভিন্ন গণমাধ্যম প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলাবাহীনী।
জেলা প্রশাসনের এ অভিযানকে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বাজার নিয়ন্ত্রণে অভিযানের ধারাবাহিকতা অব্যাহত রাখার দাবি জানান ময়মনসিংহ।