আরিফরাববানী:মুজিব বর্ষে মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ,
,ইভটিজিংসহ অপরাধ মুক্ত সমাজ গঠনের মধ্য দিয়ে স্বপ্নের সোঁনার বাংলা বিনির্মাণের অঙ্গীকার নিয়ে বাংলাদেশ স্কাউট ময়মনসিংহ সদর উপজেলা শাখাকে আরো গতিশীল করার লক্ষে সদর উপজেলা স্কাউট সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৯ই মার্চ সন্ধ্যা ৬টায় উপজেলা প্রশাসন হল রুমে উপজেলার স্কাউট সদস্যদের নিয়ে এই মতবিনিময় করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউট সদর উপজেলা শাখার সভাপতি শেখ হাফিজুর রহমান। ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় স্কাউট সদর উপজেলা শাখার বিগত সভার কার্যবিবরণী পেশ,উপজেলা স্কাউট সমাবেশ বাস্তবায়নের আয়-ব্যায়,সমাবেশের সাংগঠনিক ও উপকমিটির বিলুপ্ত ঘোষণা করণ,উপজেলা স্কাউটসের প্রোগ্রাম বাস্তবায়ন সম্পর্কিত আলোচনা, উপজেলা স্কাউটসের সভাপতির বিদায় জনিত বিষয়সহ বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়াও উপজেলা স্কাউটসের অগ্রগতি তুলে ধরে বক্তব্য রাখেন সদর উপজেলা স্কাউট এর সাধারণ সম্পাদক জি এম এম মোফাচ্ছেরুর রহমান। মতবিনিময়ে অন্যান্যদের মাঝে-উপজেলা স্কাউসের সহ-সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা স্কাউটসের কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সহকারী পরিচালক এখলাস উদ্দীন,অ্যাডভান্সড সম্পন্নকারী শেখ গিয়াস উদ্দিন, এলটিও আব্দুস সালাম প্রমুখ।
