স্টাফ রিপোর্টারঃ মুজিব বর্ষে শিক্ষা খাত,এগিয়ে যাবে অনেক ধাপ এই শ্লোগনা নিয়ে ময়মনসিংহ সদরে সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও প্রধান শিক্ষকগণের সংবর্ধনা অনুষ্ঠান 2020 অনুষ্ঠিত হয়েছে।১০ই মার্চ মঙ্গলবার সকাল ১০টায় ময়মনসিংহ এপি ও ওয়ার্ল্ড ভিশনের সার্বিক সহযোগিতার ময়মনসিংহ সদর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন,উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা বেগম। আলোচনা পর্ব শেষে সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও প্রধান শিক্ষকগণের সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।