আরিফ রববানীঃ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় ময়মনসিংহ জেলার কৃতি সন্তান,পল্লীবন্ধুর আদর্শের সৈননিক জনপ্রিয় রাজনীতিবিদ ও মহান মুক্তিযুদ্ধের বীর সাহসী সৈনিক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল কে ঢাকাস্থ ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা এর পক্ষ থেকে বিশাল সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ১১ই মার্চ বুধবার বিকাল ৫টায় রমনাস্থ সমিতির কার্যালয়ে তাকে এই সংবর্ধনা দেন সমিতির সদস্যরা ।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে জাপা নেতা বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল
তার বক্তব্য আগামী দিনে – জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টিকে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু মরহুম আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন পুরণের মাধ্যমে গরীব-অসহায় মানুষের কল্যাণে শক্তিশালী সংগঠনে পরিণত করার লক্ষে সকলের সহযোগীতা প্রত্যাশা করে দলের সর্বস্তরের নেতাকর্মীদের কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। সংবর্ধনা অনুষ্ঠানে সমিতির সকল সদস্য, জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।