আরিফ রববানীঃ ময়মনসিংহ সদরে উপজেলা পরিষদে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইনের সভাপতিত্বে, মাসিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন, আফরোজা হক কলি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় করোনা ভাইরাস বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান বলেন, করোনা একটি মারাত্মক ব্যাধি, এর সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে সচেতন ভাবে চলাফেরা করতে হবে। করোনা ভাইরাস এর রোগীর সংস্পর্শ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, খাবার আগে ভালোভাবে সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে সুন্দর ভাবে হাত পরিষ্কার রাখতে হবে। অকারণে অপ্রয়োজনে চোখেমুখে হাত দেওয়া যাবেনা হাত পরিষ্কার না করা পর্যন্ত। বাংলাদেশ ইতালি ফেরত তিনজনের করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। এছাড়া নতুন করে এই তিন চার দিনের মধ্যে বাংলাদেশে কেউ আক্রান্ত হয়নি।
তিনি আরো বলেন, লোকাল যানবাহন ও গণপরিবহন এড়িয়ে চলা আমাদের জন্য ভালো। অধিক জনসমাগম হয় এরকম পরিবেশ এড়িয়ে চলতে হবে। জনসচেতনতাই পারে করোনাভাইরাস থেকে আমাদেরকে বাঁচাতে। যাদের পূর্ব থেকে ডায়াবেটিকস হার্টের সমস্যা শ্বাসকষ্ট হাঁপানি আছে এমন ব্যক্তির করোনা ভাইরাসে আক্রান্ত হলে সেটা হবে গুরুতর।