ময়মনসিংহ প্রতিনিধিঃ
“রোগ হওয়ার আগে প্রতিরোধ গড়ে তুলি” এই শ্লোগান নিয়ে নভেল করুণা ভাইরাস-২০১৯ প্রতিরোধে করনীয় সম্পর্কে অবগত করতে ময়মনসিংহের ফুলপুরে তাক্ওয়া অসহায় সেবা সংস্থা ও ফুলপুর ব্লাড ডোনার্স এর উদ্যোগ শনিবার ১৪ই মার্চ সকালে আমুয়াকান্দা পয়ারী রোডের ফুলপুর রয়েল মিডিয়া স্কুলে এক সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয় ।
সেমিনারে বক্তব্য রাখেন ফুলপুরের তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক তপু রায়হান রাব্বি, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সোনালী ব্যাংকের অফিসার (আই. টি.) কে এম সাজেদুল আলম ও অত্র স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেন শিক্ষার্থী সহ অভিভাবকদের সচেতনতার বিভিন্ন পরামর্শদেন । সেই সাথে তারাও যেন পরিবারসহ অন্যান্যদেরকে সচেতনতা করতে পারেন ও বিদেশ থেকে আশা স্বজনদেরকে কি কি করতে হবে । আরো বলেন করোনা এক ধরনের সংক্রমণ ভাইরাস। ভাইরাসটি পশু/পাখি সহ সর্দি-কাশির মাধ্যমে হতে সংক্রমিত হয়ে থাকে। চীনসহ পৃথিবীর কয়েকটি দেশে বর্তমানে এর সংক্রমণ দেখা যাচ্ছে। বাংলাদেশেও ৩জন সনাক্ত হয়েছে। একজন এখন বিপদমুক্ত আছেন। তবে ভয়ের কিছুই নেই সচেতন হোন সুস্থ থাকুন ।
এসময় উপস্থিত ছিলেন অত্র স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ , প্রাইভেট টিচার নজরুল ইসলাম ফকির, সাংবাদিক সাকিব সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ্য ।
এছাড়াও মুঠোফোনের মাধ্যমে খোঁজ খবর নিয়েছেন ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার প্রাণেশ চন্দ্র পন্ডিত, ফুলপুর প্রেসক্লাবের সভাপতি নাজিম উদ্দিন সহ ফুলপুর ব্লাড ডোনার্সের সাংগঠনিক সম্পাদক তাসনোভা নারগিস নিশু। এছাড়াও স্থানীয় গন্যমান্য ও নিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা সেমিনারে উপস্থিত ছিলেন।