স্টাফ রিপোর্টার:সাতক্ষীরায় সম্প্রতি কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে মাঝরাতে ঘরের দরজা ভেঙে তুলে নিয়ে নির্যাতন ও সাজানো মোবাইল কোর্টে শাস্তি প্রদানের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সাতক্ষীরা রিপোটার্স ইউনিটির আয়োজনে রবিবার সকাল সাড়ে ১০টায় শহরের নিউ মার্কেট মোড়ে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
সংগঠনটির আহবায়ক রামকৃষ্ণ চক্রবর্তীর সভাপতিত্বে মানবন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি,সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, রিপোটার্স ইউনিটির সদস্য সচিব হাফিজুর রহমান মাছুম, প্রথম আলো বন্ধু সভার সভাপতি জাহিদা জাহান মৌ, সাধারন সম্পাদক রবিউল ইসলাম, বাংলাভিশন টিভি চ্যানেলের প্রতিনিধি আসাদুজ্জামান, সময়ের আলো পত্রিকার প্রতিনিধি কাজী শাহীদুল হক রাজু, দৈনিক দক্ষিনা ল প্রতিনিধি আব্দুল গফুর সরদার প্রমুখ।
বক্তারা এ সময় বাংলাট্রিবিউন ও ঢাকাট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানের নির্যাতনের সাথে জড়িত সেখানকার জেলা প্রশাসক ও মোবাইল কোর্টে অংশগ্রহণকারী সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত ফৌজদারি আইনে বিচারের জোর দাবি জানান।
