আরিফ রববানীঃ ময়মনসিংহের সদর উপজেলায় উৎসব মুখর পরিবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১৭মার্চ ) সকালে
সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে দিবসের আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন । উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা হক কলি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।
পরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে কেক কাটেন। এদিন থেকেই শুরু হচ্ছে বহুল আলোচিত ও অপেক্ষিত মুজিববর্ষ। আজ থেকে শুরু হয়ে আগামী ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ বর্ষ উদযাপন করা হবে।
দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হলেও করোনা ভাইরাসের বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে মুজিব বর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ। এছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার আলোকে ১০০ টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমান ।