স্টাফ রিপোর্টারঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিব বর্ষকে ব্যাপক ঝাক-জমক ও উৎসাহ উদ্দীপনা মুখর পরিবেশে উদযাপন করেছে ময়মনসিংহের সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজ উদ্দিন হাফিজ । দিবসটি ঝাক-জমকপুর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষে লাল,নীল,মরিচ বাতির মাধ্যমে আলোক সজ্জায় সজ্জিত করা ইউনিয়ন পরিষদের ভবন।
ব্যাপক ভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আতশবাজি,জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,দিনভর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার,বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীর কেক কাটা, জাতির জনকের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।
অপরদিকে জাতির এই শ্রেষ্ট সন্তান ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপন কে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদকে সাজানো হয় বর্ণিল সাজে। আলোকসজ্জায় সাজে ইউনিয়ন পরিষদ কার্যালয়। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের মেম্বার আনিছুর রহমান কাজলসহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।