মোঃআবুল বাশার নেত্রকোনা প্রতিনিধি: আজ ১৭ই মার্চ জাতিয় শিশু দিবস, এই মাসেই জন্মেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ পূর্ণ হল ১০০ বছর তম বঙ্গবন্ধু জন্মদিন, মুজিব জন্মশতবর্ষ পূর্ণ উপলক্ষে নেত্রকোনা সরকারি কলেজে নানান আয়োজনে মুজিববর্ষ উদযাপন করা হয়।
মুজিববর্ষ উদযাপনের আয়োজন করেন নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নূরুল বাসেত। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মতিন ভূঞ্জা, কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী, বিভিন্ন সদস্য এবং শিক্ষার্থীবৃন্দ।
বিশাল কেক কেটে মুজিব শতবর্ষ অনুষ্ঠানের শুরু হয়, এবং উপস্থিত সকলের মাঝে কেক বিতরণ করা হয় , পরে অনুষ্ঠিত হয় পবিত্র গ্রন্থ পাঠ, কবিতা, গান,নৃত্য এবং বৃক্ষরোপণ।
অনুষ্ঠান পর্ব শেষ হলে সকলের মাঝে খাবারের ব্যবস্থা করেন কলেজ কৃতপক্ষ। অনুষ্ঠানের শেষ পর্বে সকল শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীবৃন্দদের নিয়ে বিভিন্ন স্থান পরিদর্শন করেন অত্র কলেজের প্রধান অধ্যক্ষ ।