ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় দুবাই ফেরত এক যুবক দেশে এসে নিয়ম না মেনে প্রকাশে ঘুরাঘুরি শুরু করে,কিন্তু নিয়ম অনুসারে বাংলাদেশে বিদেশ ফেরত ব্যক্তি, কোয়ারেন্টাইনে থাকতে হবে, এমন নিয়ম না মানায় ২০হাজার টাকা জরিমানা ও হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সুত্র জানায় হোম কোয়ারেন্টিনে পাঠানো সেই যুবক
সাত দিন আগে দুবাই থেকে দেশে ফিরেছেন।করোনা ভাইরাস সচেতনতার নিয়ম অনুযায়ী তাঁর ১৪ দিনের ‘হোম কোয়ারেন্টিনে’ থাকার কথা থাকলেও এই নির্দেশনা উপেক্ষা করে তিনি ১৮ই মার্চ বুধবার বিকাল ৫.০০ ঘটিকায় স্থানীয় লক্ষিগঞ্জ বাজারের এক সেলুনে বসে আড্ডা দিচ্ছিলেন। বাজারের সচেতন কয়েকজন ব্যবসায়ী বিষয়টি ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনকে অবগত করলে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে করে তাকে বিশ হাজার টাকা জরিমানা করেন এবং হোম কোয়ারেন্টিনে পাঠান। এসময় সহয়তা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নুরুল হুদা খান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আনোয়ার পারভেজ ও ঈশ্বরগঞ্জ থানার পুলিশ সদস্যবৃন্দ।
