স্টাফ রিপোর্টারঃময়মনসিংহে করোনা ভাইরাস অযুহাতে অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে অভিযান চালিয়েছেন উপজেলা ভুমিসহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান।
২০শে মার্চ তিনি শহরের মেছুয়া বাজার,সানকিপাড়া বাজারসহ বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কিছু অসাধু ব্যবসায়িকে জরিমানা আদায় ও বিভিন্ন আইনে কারাদণ্ড দেন।
শহরের মেছুয়া বাজার ও চরপাড়া বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে পণ্যের দাম বেশি রাখায় এক বিক্রেতাকে ১০০০০/- (দশ হাজার টাকা) জরিমানা করা হয়,এছাড়াও মেছুয়া বাজার এর আড়তগুলো পরিদর্শন করে দ্রব্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে নির্দেশনা দেন, অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন এসিল্যান্ড সদর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান, এসময় সাথে ছিলেন জেলা প্রশাসন ময়মনসিংহ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এবং মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন এস আই আনোয়ার হোসেন সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ ,অপরদিকে নগরীর সানকিপাড়া বাজারে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে জেলা প্রশাসন ও র্যাব-১৪ এর যৌথ অভিযান পরিচালনা করেন এসিল্যান্ড সদর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান এবং আর ডি সি নাহিদুল হক বাপ্পি। অভিযানের সার্বিক সহযোগিতা করেন র্যাব-১৪ এর এ এস পি অপারেশন তফিকুল হক ও র্যাব ফোর্সেস এর অন্যান্য সদস্যবৃন্দ। উক্ত অভিযানে মোট ২৫০০০/- টাকা জরিমানা করা হয়। এসিল্যান্ড জানান মানুষের নিত্যপ্রয়োজনে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে এইঅভিযান নিয়মিত চলবে।