স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ সদরে শ্রদ্ধা আর ভালবাসায় পালিত হয়েছে জাতীয়পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ-এর জন্মদিন পালিত হয়ে।
সাবেক সফল এই রাষ্ট্রপতির শশুড়ালয় ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদের নিজ জন্মস্থান এলাকা ১২নং ভাবখালী ইউনিয়নের ভাবখালী পুরাতন বাজারে ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জাপা নেতা রমজান আলীর আয়োজনে দলের সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রিয়নেতার জন্মদিনে তার আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২০শে মার্চ মাগরিব বাদ ভাবখালী পুরাতন বাজারস্থ জাতীয় পার্টির নেতা রমজান আলী তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও অস্থায়ী কার্যালয়ে উক্ত মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাতে গরীব দুঃস্থ মানুষের নেতা পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে জান্নাত কামনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
