খলিল, সাভার থেকে
করোনা ভাইরাস হতে মুক্ত থাকতে
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১৫/০৩/২০২০ ইং থেকে ২০/০৩/২০২০ ইং পর্যন্ত হোম কোয়ারান্টাইনে আছেন প্রবাসীরা সর্বমোট ৩৬ জন।
সবাই ভাল আছেন। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ সায়েমুল হুদা সহ অন্যান্য চিকিৎসকরা তাদের সর্বদা খোঁজখবর নিতেন এবং সেবা দিচ্ছেন। সকলের সাথেই কথা হয়েছে।
ডাঃ মোঃ সায়েমুল হুদা বলেন,দিন দিন শ্রদ্ধা বাড়ছে সাংবাদিক ভাইদের প্রতি। এ সময়ে সবচেয়ে বেশি তথ্য দিয়ে সহযোগিতা করছেন সাংবাদিক বৃন্দ।
আমি অনুরোধ করছি জনপ্রতিনিধি, যুব সমাজ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তথ্য দিয়ে সহযোগিতা করতে এবং কোন প্রবাসী আপনার গ্রামে আসা মাত্রই তাকে বুঝিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য অনুরোধ করবেন। যদি কথা না শুনে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। অবশ্যই আমাদেরকে তাৎক্ষণিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন আবারো অনুরোধ করছি।
আর সাধারণ হাঁচি, কাশি,জ্বর থাকলে হাসপাতালে আসবেন না,আমাদের ইমারজেন্সি মেডিকেল অফিসার এর মোবাইল নাম্বার কল দিয়ে সেবা নিবেন 01730-324404.
মহান সৃষ্টিকর্তা আমাদের সবাইকে হেফাজতে রাখুন। আমিন।
ডাঃ মোঃ সায়েমুল হুদা
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সাভার,ঢাকা।