ষ্টাফ রিপোর্টারঃজাতীয়পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু মরহুম আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের ৯০ তম জম্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা পল্লীবন্ধ পরিষদের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ শে মার্চ শুক্রবার এই উপলক্ষে ময়মনসিংহ জেলা পল্লীবন্ধু পরিষদের অায়োজনে সদরের অাকুয়া জুবলী কোয়াটারের মোড়ে দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির অাহবায়ক মোঃ রুবেল অালী (এসডি রুবেল) এর আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যাদের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদ আমিন রুমি,, যুগ্ন আহবায়ক মো: এমদাদুল হক মিলন,অাতাউল করিম খোকন,অালী হোসেন, অানিছুর রহমান অানিছ, অাব্দর রহমান ময়না, আহবায়ক একে স্বপন,সদস্য গোলাম মোস্তফা মোঃ সোহেল, ৩০নং ওয়ার্ডের অাহবায়ক মোঃ বোরহান উদ্দিন সিজার প্রমুখ ।
দলের প্রতিষ্ঠাতার জন্মদিন উদযাপন উপলক্ষে পল্লীবন্ধু পরিষদের উদ্যোগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসুচী শুরু করে পল্লীবন্ধু পরিষদের আহবায়ক রুবেল আলীর নেতৃত্বে নেতাকর্মীরা।
পরে বিকালে আকুয়া জুবলী কোয়ার্টার মোড়স্থ দলের অস্থায়ী কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনায় দেশের উন্নয়নে বিভিন্ন অবদানে পল্লীবন্ধুর স্মৃতি চারণ করা করেন নেতৃবৃন্দ । আলোচনা পর্ব শেষে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আরিফ রববানী। মোনাজাতে পল্লীবন্ধুর আত্মার মাগফেরাত কামনাসহ দেশের চলমান মহামারী করোনা ভাইরাস থেকে দেশবাসীকে হেফাজত করতে মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করা হয়। সন্ধ্যায় কেক কাটার মাধ্যমে প্রিয় নেতার জন্মদিন উদযান করেন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।