প্রতিদিনের তথ্য.কম ডেস্ক:নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম আজ সন্ধ্যায় এক গণবিজ্ঞপ্তিতে জানান, করোনা ভাইরাসের বিস্তার রোধে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার সকল মার্কেট, শপিং মল, বাণিজ্য কেন্দ্র, আবাসিক হোটেল, চা-স্টল, সাপ্তাহিক হাট, পশুর হাট (জনসমাবেশ ঘটায় এমন সব কিছু) ইত্যাদি সন্ধ্যা ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত বন্ধ রাখার জন্য। তবে খাদ্যদ্রব্য, ঔষধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট ও কাঁচা বাজার খোলা থাকবে বলে তিনি জানান,এছাড়া কেবলমাত্র জরুরি প্রয়োজন ছাড়া সর্বসাধারণকে বাড়ির বাহিরে না আসার নির্দেশনা প্রদান করেন।
