মো: আজিজুল ইসলাম(ইমরান)
সাতক্ষীরায় নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে আল-হেরা ফাউণ্ডশনের পক্ষ থেকে সচেতনতা মূলক লিফলেট, মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। “সচেতন হোন, নিরাপদে থাকুন” এই ¯স্লোগান কে সামনে রেখে ২৫শে মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় ফাউণ্ডশনের সভাপতি সাংবাদিক আজিজুল ইসলাম ইমরানের উপস্থিতিতে এই কার্যক্রমের সূচনা হয়। এই সময় সাতক্ষীরা সদরের রসুলপুর পূর্ব পাড়া জামে মসজিদ এলাকার সর্বসাধারণের মধ্যে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে লিফলেট, হাত ধোয়া সাবান ও মাস্ক বিতরণ করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় টিপস গুলো মানুষের সাথে আলোচনা করা হয়। এই সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লা আল মাসুম, মেহেদি হাসান, রুপম, মুস্তাকিম, হাপিজুল, সাব্বির, রকি, শাওন সহ আরও অনেকে।
