স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ সদর উপজেলার সিরতা ইউনিয়নের ছাত্রলীগের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জনসচেতনা সৃষ্টির লক্ষে উপজেলার সিরতা,পরানগঞ্জ,বোরর চর ইউনিয়নে হ্যান্ড গ্লাভস, মাস্ক বিতরণসহ জীবানু নাশক, সাবান সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।
বুধবার সকালে থেকে ধারাবাহিক বিতরণের অংশ হিসাবে করোনা ভাইরাস সতর্কতায় ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে লিফলেট বিতরণ করেন সিরতা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ও ময়মনসিংহ সদর উপজেলা ছাত্রলীগের ভবিষ্যত কান্ডারী মাসুদ রানা বিজয়।
মাসুদ রানা বিজয় বলেন, ‘করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক না হয়ে ব্যাপক সচেতনতা বৃদ্ধির দিকেই আমাদের জোর দিতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন সিরতা ইউনিয়ন সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।