রিপোর্টারঃ ময়মনসিংহের গৌরীপুরের ভাংনামারী ইউনিয়নের জনগনকে সচেতন করতে করোনা ভাইরাস প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ কাজ করার অভিমত ব্যক্ত করেছেন ইউনিয়নের বর্তমান ও সাবেক তিন চেয়ারম্যান। ২১শে মার্চ শনিবার করোনা ভাইরাস প্রতিরোধের মাদ্যমে ইউনিয়নবাসীকে সুস্থ্য রাখতে একসাথে মতবিনিময় করেছেন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক মফিজুন নূর খোকা,ফজলে মাসুদ ও ফজলুল হক । সেই লক্ষে তারা শনিবার সকাল থেকেই সাবেক চেয়ারম্যান জনাব ফজলে মাসুদ ও বর্তমান চেয়ারম্যান মফিজুন নূর খোকা অনন্তগন্জ বাজার খুলিয়ার চর নাপ্তের আলগী বাজারে গন সংযোগ লিফলেট ও বিনিময় করেন। জনকল্যাণে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে তিনজনের যৌথ প্রচারণায় মাঠে নামায় ইউনিয়নবাসী তাদের কে অভিনন্দন জানায়। রাজনীতি আর নির্বাচনী মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বীতা থাকলেও জনকল্যাণে জনগণের দুঃসময়ে এই প্রথম ভাংনামারীর ইতিহাসে যৌথ ভাবে মাঠে প্রচার-প্রচারণায় থাকায় ইউনিয়নবাসী একদিকে অবাক হলেও জনকল্যাণমুখী কাজে তিনজন দ্বিধা দ্বন্দ্ব ভূলে ঐক্যমত পোষণ করে জনগণের পাশে থাকায় ভাংনামারী ইউনিয়নবাসী তাদের এই মনমানসিকতা কে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে প্রশংসায় মেতে উঠেছেন। অপরদিকে ইউনিয়নের সাবেক এই দুই চেয়ারম্যান কে যথাযথ মূল্যায়ন করে দেশের চলমান সংকট করোনা ভাইরাস মোকাবেলায় জনস্বার্থে ঐক্যবদ্ধ হওয়ায় চেয়ারম্যান অধ্যাপক মফিজুন নূর খোকার সাদা মনের মানসিকতার প্রশংসায় পঞ্চমুখ ইউনিয়ন সর্বস্তরের জনতা।
