শেখ সাদী মাছুমঃময়মনসিংহ সদরের মুজাদ্দেদীয়া তরিকত মিশন লালকুঠি পাক দরবার শরীফের গদীনশীন পীর সাহেব আলহাজ্ব হযরত মাওঃ শাহ্ খাজা মুহাম্মদ রেজাউল হক আল মুজাদ্দেদী সাহেব আজ সন্ধ্যায় এক বিবৃতিতে বলেন, প্রিয় দেশবাসী ও আশেকান ও জাকেরবৃন্দগণ,আস্ সালামু আলাইকুম,আজ সারা বিশ্ব এক মহামারীতে পরিণত হয়েছে। কভিড-১৯ করোনা ভাইরাসের কারণে। আপনারা জানেন যে,চীনের উহান প্রদেশ থেকে ভাইরাসটি ছড়াতে শুরু হয়ে বাংলাদেশ,ভারত, ইতালি,ইরান, জাপান,আরব আমিরাত,মালেশিয়া,আমেরিকা,জার্মান,নেদারল্যান্ড, ফ্রান্স সহ বিশ্বের ১৯৮ টি দেশে আক্রান্ত হয়ে ২২০০০ হাজারের বেশি লোক মারা গেছে,বিভিন্ন দেশে অনেক আগেই লকডাইন করা হয়েছে। আমাদের দেশে করোনা ভাইরাসে মৃত্যু ও অনেকেই আক্রান্ত হওয়ায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আজ থেকে বাংলাদেশকে লক ডাউন করেছেন। অতএব আপনারা সরকারের নীতিমালা মেনে চলুন, বিনা প্রয়োজনে ঘরের বাহিরে যাবেন না, ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধৌত করোন এবং বাড়ির বাহিরে গেলে মুখে মাস্ক পরিধান করা,বিনা প্রয়োজনে দরবার শরীফসহ দূরে কোথাও যাবেন না, করোনা ভাইরাসের আক্রান্ত সন্দেহ হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবেন, আপনারা নিজ বাড়িতে থেকে সব সময়ই তওবা,দরুদ শরীফ, নামাজ, কোরান শরীফ জিকির আজগার,দোয়া পাঠ করুন। তিনি আরো বলেন আমি বিশ্ববাসীর প্রতি আহবান করব, সকলেই বেশি বেশি করে এই দোয়া পাঠ করোন , আমার দয়াল নবী হযরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ( সাঃ) বলেন রোগ বালা থেকে মুক্তির জন্য( আবু দাউদ) কাজেই দোয়া পড়বে– আল্লাহুমা ইন্নী আউযুবিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়ামিন ছাইয়্যিল আস্ককাম,, এবং যারা ইতিমধ্যে বিদেশ থেকে এসেছেন তারা তাদের পরিবারের এবং তাদের সংপর্শে এসেছেন তাদের সকলকেই কোয়ারেন্টিন সময় শেষ না করে বাহিরে যাবেন না, আতংকিত না হয়ে সচেতন হউন, আপনারা সরকারের আইন মেনে চলুন, এবং ভালো থাকুন আমি বিশ্ববাসীর মঙ্গল কামনা করে দোয়া করি আল্লাহ পাক যেন এই মহামারীতে বিশ্ব ক্লান্তি লগ্নে সকলকে হেফাজত করেন, আমিন।
