আরিফ রববানীঃ দেশের বর্তমান আলোচিত মহামারী ভাইরাস করোনা। এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশটিতে ৫ জনের মৃত্যুবরণ করেছে। আক্তান্ত প্রায় ৪০জনের বেশি বিদেশ থেকে আগত প্রায় ৪৭০ জন প্রবাসী সতর্কতার স্বার্থে রয়েছে হোম কোয়ারান্টাইনে। এই ভাইরাসে বিভিন্ন দেশে অসংখ্য লোকের মৃত্যু হয়েছে। বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার এই ভাইরাস থেকে দেশের জনগনকে সতর্ক করতে নিয়েছেন ব্যাপক প্রস্তুতি।দেশের মানুষকে সচেতন করতে বিভিম্ন নিয়মনীতির কথা জানান দিয়েছেন। তাই সরকারের দেওয়া এসব নিয়মনীতি মেনেই সতর্কতায় রয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ও ত্রিশাল আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা ফজলে রাব্বী। সম্প্রতি সময়ে বিশ্বে ছড়িয়ে পড়া ১৯৮টি রাষ্ট্রে নভেল করোনার তান্ডব বাংলাদেশের মত জনবহুল এলাকায় প্রবাসীদের মাধ্যমে সনাক্ত হওয়ায়, সরকারের ঘোষণা অনুযায়ী নিজেকে সচেতন করে অন্যকেও সচেতন করে বেড়াচ্ছেন।২৪মার্চ সকালে ত্রিশাল উপজেলা পরিষদ সহকারী প্রকৌশলীর কক্ষে এক স্বাক্ষাতকারে তিনি বলেন, এই মরণ নামক করোনা থেকে রক্ষা পেতে হলে সরকারের দেওয়া নির্দেশ মেনে চলতে হবে, হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে, মুখে মাক্স ব্যবহার করতে হবে। নেতা আরো বলেন, বিদেশ থেকে যারা দেশে ফিড়ছেন, তারা নিজ দায়িত্বে করেন্টাইনে থাকুন। একজন আরেকজন থেকে দুরে থাকুন।আতংক না হয়ে সচেতন হউন। তিনি নিজেও সচেতনতায় ঘরের ভিতর অবস্থান নিয়েছেন এবং
করোনা সচেনতন করতে তিনি তার ফেইসবুক প্রোফাইলে জনগনকে সচেতনতার আহবান জানিয়ে একটি পোষ্ট দিয়েছেন তা জনস্বার্থে হুবুহু তুলে ধরা হলো-
আমি আজ থেকে স্বেচ্ছায় গ্রামের বাড়িতে গৃহবন্দি। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছিনা। দেখা সাক্ষাতের পরিবর্তে সবাই ফোনে যোগোযোগ করবেন।বিনীত অনুরোধ,,,,সবাই বিশেষ কারণ ছাড়া আগামী কয়েকটা দিন ঘরের বাইরে বের হবেননা। মাক্স ব্যবহার করুন।করমর্দন বন্ধ করুন। Hand glove ব্যবহার করুন। কিছুক্ষন পর পর ২০ সেকেন্ড সময় নিয়ে সাবান বা লিকুইড দিয়ে হাত ধুইবেন। হ্যাক্সিজল ব্যবহার করুন। সর্দি কাশি এবং সেইসঙ্গে গলা ব্যথা, শ্বাসকষ্ট ও ১০০ ডিগ্রির বেশী শরীরে তাপমাত্রা দেখা দিলে”Corona notification কেন্দ্রে 01937110011…01937000011…
01927711784..01927711785 নম্বরে যোগাযোগ করুন। নিজে সচেতন হউন,,,অন্যকেও সচেতন করুন। ভাল থাকুন,,,সুস্থ থাকুন।