মোঃ আব্দুল লতিফঃ বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় পূর্বদাপুনিয়া (খেলারমাঠ) মোড়ে শুক্রবার বিকালে, লংকাখোলা হাই স্কুলের সাবেক প্রধানশিক্ষক মরহুম হাফিজ উদ্দিন ফকিরের( সিদ্দীক স্যার) বাসার মেইন গেটের তালা ভেংগে বাসায় ভিতর ডুকে লোক না থাকায় খালি বাসা পেয়ে, কে বা কাহারা একের পর এক আলমারী এবং বক্সের তালা ভেংগে বাসার মালামাল তছনছ করে, চুরি করে, এমনকি মাটির ব্যাংকটি ভেংগে জমানো খুচরা টাকাও নিয়ে গিয়েছে। তবে মরহুমের স্ত্রী ঢাকায় তার ছেলের বাসায় বেড়াতে যাওয়ায় উক্ত বাসার কি কি মালামাল চুরি হয়েছে এ ব্যাপারে কোন সঠিক তথ্য পাওয়া যায় নি। উল্লখ্য যে, মরহুমের মেয়ে মিসেস শফিকুন্নাহার রোমা একই এলাকায় বসবাস করায় সে এসেই বাসার মেইন গেইটসহ দরজার তালা ভাংগা এবং দরজা, আলমারি খোলাসহ সমস্ত মালামাল এলোপাতারী অবস্থায় পড়ে থাকতে দেখে আশেপাশের লোকজনকে খবর দেন। এবং সন্ধ্যা ৭ টার দিকে পার্শ্ববর্তী মোঃ দুলাল মিয়া উক্ত ঘটনাটি গৌরীপুর থানার সেকেন্ড অফিসার এস আই নজরুল ইসলামকে মৌখিক ভাবে ঘটনাটি থানায় গিয়ে জানান, এলাকার লোকজন বলাবলি করতে শুনা যায় চুরের কত বড় সাহস সারা দেশে যখন করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন চলছে,তখন ও করল চুরি।
