মো: আজিজুল ইসলাম(ইমরান)
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাড়িতে থাকা খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলিফ খান। মঙ্গলবার (৩১ মার্চ) শহরের বিভিন্ন এলাকায় চাল, ডাল, সচেতনতা মূলক লিফলেট ও মাস্ক বিতরণ করেন তিনি। আলিফ জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব তৈরির লক্ষ্যে সকলকে বাড়িতে থাকতে বলা হয়েছে। এতে সাধারণ খেটে খাওয়া মানুষ ঘরের বাইরে বের হতে পারছে না। সবার মনে রাখতে হবে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। এমন অনেক মানুষ আছে যাদের একদিন কাজ না করলে অনেককেই অভুক্ত থাকতে হয়। তাই ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে এসব অসহায় পরিবারে আমি খাদ্য সামগ্রী,মাস্ক বিতরণ করছি। আমি আমার সামার্থ মত এগিয়ে এসেছি , আপনারা ও এগিয়ে আসুন মানবতার পক্ষে। জয় হোক মানবতার।