প্রতিদিনের তথ্য.কম : করোনা ভাইরাস সংক্রমণ রোধে লকডাউন মেনে মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কঠোর অবস্থান নিয়ে মাঠে নেমেছেন পূর্বধলা নির্বাহী অফিসার সাথে ছিলেন সহকারী ভূমি কমিশনা, এসময় সহযোগীতা করেন সেনাবাহিনীর একটি দল,আজ শুক্রবার (৩ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম এর নেতৃত্বে সকাল থেকে সেনাবাহিনীর একটি দল পূর্বধলা বাজার, জারিয়া, গোজাখালিকান্দা, দেওটুকুন, স্টেশন বাজার, আগিয়া ও হোগলা বাজারে জনসমাগম রোধে টহল দেয়। মাইকিং করে জনগণকে বাড়িতে নিরাপদে থাকা ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়।
এসময় সাথে ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, ডেইলী অবজারভার এর উপজেলা প্রতিনিধি ও তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি এমদাদুল ইসলাম ও প্রতিদিনের তথ্য.কমের প্রকাশক ও দৈনিক ভোরের অপেক্ষার বিশেষ প্রতিনিধি শেখ সাদী মাছুম।
সামাজিক দূরত্ব বজায় রাখতে কঠোর অবস্থানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। শুধুমাত্র ঔষদের দোকান ও হাসপাতাল ২৪ ঘন্টা খোলা থাকতে পারবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকবে। আর বাকি সময় দোকান-পাট বন্ধ থাকবে। ঔষধ, মুদি ও কাঁচামাল দোকানিদের বলা হচ্ছে যেন যত দ্রুত সম্ভব ক্রেতাদের প্রয়োজন মিটিয়ে পাঠিয়ে দেওয়ার জন্য। দোকানের সামনে যেন কোন অবস্থাতেই বসার ব্যবস্থা না থাকে সেদিকে লক্ষ রাখতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনী মাঠে কাজ করছে। এছাড়াও তিনি এই করোনা মহামারি রোধে জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠন ও বাজার কমিটির প্রতি একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, কোথাও যেন জনসমাগম না হয় সে বিষয়ে নজরদারি রাখতে নিয়মিত টহল অব্যাহত থাকবে।