মো: আজিজুল ইসলাম(ইমরান)
করোনা ভাইরাসের সংক্রামনে ভয়াবহ দুর্যোগে নিপতিত আজ বিশ্ব মানবতা। আত্মরক্ষা প্রয়াসের অনিবার্যতায় মানুষ আজ লক ডাউনে। আর এই লকডাউনে আমাদের দেশের গনপরিবহন শ্রমিকেরা কর্মহীন মানবেতর জীবনযাপন করছে। কথাগুলো বলছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সংস্কৃতিক সম্পাদক বিপ্লব শরীফ। তিনি বলেন, দেশে প্রায় ৭৭ লক্ষ পরিবহন শ্রমিক যার প্রায় ৯৫ ভাগ শ্রমিকই দৈনিক মজুরী ভিত্তিক পেশায় নিয়জিত। দেশের অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে তাদের অবদান অনিস্বীকার্য। তাছাড়া প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে রাজপথের সহায়ক শক্তি রুপে অবতীর্ণ হওয়ার গৌরবময় ইতিহাসের অধিকারী এইসব শ্রমজীবি পরিবহন শ্রমিকরা আজ কর্মহীন মানবেতর জীবন যাপন করছে। এমন সংকটাপন্ন যাপিত জীবন থেকে শ্রমজীবি এইসব শ্রমিকদের রক্ষা করতে মালিক পক্ষকে এগিয়ে আসার এখনই সময়। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সংযুক্ত আরব আমিরাত জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুল আলম বিবিসি। তিনি বলেন আমাদের শ্রমিক ভায়েদের জন্য আর্থিক প্রণোদনার পাশাপাশি স্বল্পমূল্যে রেশনিং ব্যাবস্থা চালু করা এই মুহূর্তে জরুরী। বিষয়টি বিবেচনার জন্য জাতির জনকের স্নেহময় কন্যা, মানবতার জননী, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর মায়াবী হস্তক্ষেপ বিনীতভাবে প্রার্থনা করছি। প্রিয় দেশবাসী আসুন আমরা সকলে মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সমগ্র মানব জাতিকে এই ভয়াবহ দুর্যোগ থেকে রক্ষা করে।
