প্রতিদিনের তথ্য.কম ডেস্ক : ময়মনসিংহের ধোবাউড়ায় বাজারমুখী মানুষকে ঘরে ফেরাতে বিভিন্ন হাট বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান।
আজ সোমবার বিকেলে করোনা ভাইরাস সচেতনতা বিষয়ে সতর্ক করতে বাজারে আসা মানুষকে ঘরমুখী করতে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন হাট বাজারে ঘুরে ঘুরে বিশেষ অভিযান চালিয়েছেন সহকারী পুলিশ সুপার(হালুয়াঘাট সার্কেল) মোঃ খলিলুর রহমান।পোড়াকান্দুলিয়া,দুধনই,কলসিন্দুর, বতিহালা বাজারে তিনি এ অভিযান পরিচালনা করেন।এসময় তিনি মানুষকে অযথা ঘুরাফেরা না করে সবাইকে ঘরে থাকতে বলেন ।অভিযান পরিচালনার সময় সাথে ছিলেন ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ মোল্লা,পুলিশ পরিদর্শক(তদন্ত) চাঁদ মিয়া,এস আই আব্দুল খালেক, ধোবাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক দৈনিক আমাদের সময় ও দি ডেইলী অবজারভার পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
