আরিফ রববানীঃ দেশব্যাপী আলোচিত করোনা ভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন থাকতে সরকারের দেয়া নিয়ম নীতি মেনে চলতে আহ্বান জানিয়ে যাচ্ছে ময়মনসিংহ জেলা প্রশাসন। সে লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতই করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনগণকে সচেতন করতে জনসচেতনতামূলক প্রচারের পাশাপাশি বিভিন্ন অভিযান চালিয়ে যাচ্ছেন জেলা প্রশাসন।একই সাথে করোনা ভাইরাস কে পুঁজি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ঠেকাতেও চালিয়ে যাওয়া হচ্ছে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম।ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সতর্ক করা হচ্ছে বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের। একই সাথে ভাইরাস সংক্রামিত প্রতিরোধে মানুষকে ঘরে রাখতে অভিযান পরিচালনার মাধ্যমে জনগণকে সচেতন করা হচ্ছে। মানুষ যাতে বাহিরে বের না হয় সেজন্য আইনী পক্রিয়াতেও কঠোর হচ্ছে জেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় ৫ই এপ্রিল দিনভর ময়মনসিংহ নগরীর
খাগডহর বাজার, জেলখানা এলাকা, ঘুন্টি বাজার মুক্তাগাছা বাইপাস, সানকিপাড়া শেষ মোড়, গন্ডপা, কাশর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় । এসময় সরকারি আদেশ অমান্য করায় বাংলাদেশ দন্ডবিধি 1860 এর ১৮৮ ধারায় একটি দোকান এবং বেশ কিছু সিএনজি এবং মোটর বাইক আরোহীকে মোট ৭ টি মামলায়,২৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এছাড়াও পার্শ্ববর্তীতে মসজিদের ইমাম সাহেবকে সকলকে সতর্ক করার জন্য উৎসাহিত করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমানের নেতৃত্বে উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় পুলিশের বিভিন্ন কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
