শেখ সাদি মাছুমঃ নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলাধীন ঝারিয়া ইউনিয়নের তুতির পাড়া গ্রামের সাইফুল মল্লিকের ছেলে সাগর মল্লিক (১৪)নামে এক কিশোরের বিদ্যুৎ শকে মৃত্যু হয়েছে। জানা যায় আজ সকাল অনুমান ৮ সময় বাড়ির সামনে লাউ গাছের কাছে আর্তিং থেকে অজ্ঞাত সারে বিদ্যুৎতের শকে মৃত্যু ঘটে।
