পূর্বধলা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে যেসমস্ত জনগণ ঘরে রয়েছেন তাদের মাঝে,জননেতা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনেরএর নির্দেশনায় ও পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের পরামর্শক্রমে, সাবেক ছাত্রলীগ নেতা ফকির শাহ্ মোস্তাফিজ রাজিব গত রাতে ব্যক্তিগত তহবিল থেকে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরন করেন, এ সময় উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার ও নেত্রকোনা জেলা পরিষদ সদস্য মাজহারুল ইসলাম রানা এবং পূর্বধলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুমিআকন্দ। প্রথমে পূর্বধলা চৌরাস্তায় পরে নারায়নডহর বাজারে ও ত্রিমোহনি বাজার উক্ত ত্রাণ বিতরণ করে শেষ করেন।
ত্রান বিতরন কালে তিনি বলেন, আমাদের ত্রাণ বিতরণ এই মহামারী চলাকালীন চেষ্টা করব চলমান রাখা জন্য।
