ত্রিশাল প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নে মেহেদী হাছান রনি (১৫) নামে আজ বিকালে এক যুবকের মৃত্যু হয়েছে, রনি শরীরে নভেল করোনার লক্ষণ থাকায় নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হলে কোভিন১৯ পজেটিভ এসেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম। মৃত মেহেদী হাসান রনি এই প্রথম ত্রিশালে যুবক করোনা আক্রান্তে মৃত্যু ব্যক্তি,সে সাখুয়া ইউনিয়নের সরদার বাড়ীর বাবুলের ছেলে। সে ময়মনসিংহের পাশ্ববর্তী জেলা গাজীপুরে থাকতো ১০/১২ দিন আগে গাজীপুর থেকে বাড়িতে আসে, এর পর থেকেই রনি শ্বাসকষ্ট জ্বর ভোগ করছিল, মৃত্যুর পর থেকে সেই বাড়ি লকডাউন করা হয়েছ।
