পূর্বধলা প্রতিনিধি :নেত্রকোনা জেলা পূর্বধলা উপজেলা সদর ইউনিয়েনে জুগলী গ্রামে করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকটের কারণে জমির পাকা ধান কাটা নিয়ে অসহায় কৃষকরা,এ অবস্থায় সারাদেশের আবাদি জমিতে বোরো মৌসুমে কৃষকদের ধান কাটতে সব ধরণের সহায়তা করতে আ.লীগ নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আহ্বানে কৃষকদের জমিতে পাকা ধান কেটে দিচ্ছেন ঢাকা মহানগর উত্তর কৃষকলীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম সোহেল ও তাঁর নেতাকর্মীরা।
শনিবার (২৫ এপ্রিল)দুপুর ১২:৩০ ঘঠিকায় মাজহারুল ইসলাম সোহেল এর নেতৃত্বে জুগলী গ্রামে ধান কাটা শুরু করেন কৃষকলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মীরা। ইতি পূর্বে দেখা গেয়াছে পূর্বধলার বিভিন্ন স্হানে অসহায় গরীব দের মাঝে মাজহারুল ইসলাম সোহেল নিজ উদ্যোগে ত্রান বিতরণ করেছেন,এবার পূর্বধলা সদর ইউনিয়নের জুগলী গ্রামের গরীব কৃষক আলাল মিয়ার জমি ধান কেটে ঘরে তুলে দিয়েছেন।
কৃষক আলাল মিয়া বলেন,শ্রমিক সঙ্কটের কারণে পাকা ধান কাটতে পারছিলাম না। জমিতে নষ্ট হচ্ছিল পাকা ধান। সোহেল ভাই তাঁর নেতাকর্মীদের নিয়ে যেভাবে ধান কাটতে সাহায্য করেছেন তা কখনও ভুলবার নয়।
মোঃ মাজহারুল ইসলাম সোহেল বলেন, সারাদেশে চলছে করোনা ভাইরাসের সংক্রমণ। এই সংক্রমণ প্রতিরোধে চলছে লকডাউন। শ্রমিক সংকটের কারণে উপজেলার কৃষকরা জমির পাকা ধান কাটতে পারছেন না। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে আমি ধান কাটা কর্মসূচি গ্রহণ করেছি। ৫৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছি। কৃষকদের সুবিধার্থে জমির ধান কাটার এই কার্যক্রম উপজেলায় পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম বলেন এই করোনা ভাইরাসের সময় গরিবদের ধান কেটে ঘড়ে তুলে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।