:আজিজুল ইসলাম(ইমরান) সাতক্ষীরায় ২০০০ সালের ভয়াবহ বন্যায় স্বেচ্ছায় রুটি বানানো কর্মসূচি অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২০ সালের মহামারী করোনার সময় সমন্বিত ত্রাণ “” বিনা মূল্য শাক সবজি বিতরণ”” কার্যক্রম গত ৭ এপ্রিল শহরের মুন্সীপাড়া মসজিদের সামনে উদ্বোধন করা হয়। এরপর পর্যায়ক্রমে সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকায়, সরকারি কলেজ মাঠের উত্তর পাশে, ইটাগাছা মহিলা মাদ্রাসা মোড়ে, সুলতানপুর World Vision মোড়, মাগুরা দঃ পাড়া, মধ্যে পাড়া, কৈখালি মাদ্রাসা মোড়ে, কুকরালী আমতলা মোড়, ইটাগাছা সি এন্ড বি মসজিদের পশ্চিম পাশে, মাস্টার পাড়া, সুলতানপুর কাজী পাড়া, কাটিয়া সরকার পাড়া,স্টেডিয়ামের পশ্চিম পাশে,পলাশপোল তেতুলতলা এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হয়। আজ ২৫ এপ্রিল সকালে ১০ টার সময় সুন্দরবন ট্রেকট্রাইল মিল সংলগ্ন মিলবাজার এলাকায়,পুরাতন সাতক্ষীরা নার্থ পাড়া,কাটিয়া সরকারপাড়া করিম মেছ সংলগ্ন মোট ২০০ অসহায় পরিবারের মাঝে” বিনা মূল্যে শাক সবজি বিতরণ”করা হয়। উক্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন LRDO ও সেঞ্চুরি একাডেমি সাতক্ষীরা। এই সময় উপস্থিত ছিলে জেলা আওয়ামীলীগের দপ্তর সস্পাদক শেখ হারুন-রশিদ,LRDO ও সেঞ্চুরি একাডেমীর কর্মকতা এজাজ আহমেদ স্বপন,শামসুর গজনবী বাবলু, শেখ হাসানাত মোস্তফা টপি, সালাহউদ্দীন রানা,রুহুল কুদ্দুস প্রমুখ। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা।
