আজিজুল ইসলাম(ইমরান)
সাতক্ষীরার সদরের রসুলপুর এলাকায় দৈনিক যুগের বার্তা পত্রিকার পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২৬এপ্রিল) বিকালে রসুলপুর পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে পত্রিকার বার্তা সম্পাদক খন্দকার আনিসুর রহমান এই কার্যক্রমের উদ্ভোধন করেন। প্রথম পর্যায়ে এলাকার অর্ধশত মধ্যবিত্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সাংবাদিক আজিজুল ইসলাম ইমরানের সার্বিক তত্বাবধানে এই সময় উপস্থিত ছিলেন রসুলপুর পূর্বপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি শেখ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কবির হোসেন, কোষাদক্ষ আব্দুল্লা আল মাসুম, পেশ ইমাম তাজবির আলম, সাতক্ষীরা কালেক্টরেট স্কুলের সহকারী শিক্ষক মামুন হাসান। এই বিষয়ে পত্রিকার বার্তা সম্পাদক আনিসুর রহমান বলেন করোনা ভাইরাসের সংক্রামনের রোধে সারা বাংলাদেশ তথা সারা বিশ্বকে ইতিমধ্যে লক ডাউন করা হয়েছে। আর এই পরিস্থিতিতে আমাদের দেশের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষ মানবেতর জীবণযাপন করছে। তাই আমরা মানবতার জন্য এগিয়ে এসেছি। সবাইকে যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে। এই সময় আরও উপস্থিত ছিলেন আব্দুস সামাদ, শাওন, হাপিজুল, মুকুল, টুটুল সহ আরও অনেকে।