স্টাফ রিপোর্টার :সাতক্ষীরায় ২০০০ সালের ভয়াবহ বন্যায় স্বেচ্ছায় রুটি বানানো কর্মসূচি অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২০ সালের মহামারী করোনার সময় সমন্বিত ত্রাণ “” বিনা মূল্য শাক সবজি বিতরণ”” কার্যক্রম গত ৭ এপ্রিল থেকে শুরু করে নিয়মিত সাতক্ষীরা পৌরসভার নয়টি ওয়ার্ড সহ বিভিন্ন ইউনিয়নেে বিনামূল্যে শাক-সবজি বিতরণ করা হচ্ছে। তারি ধারাবাহিকতায় আজ ০৫ মে মঙ্গল বার সকাল থেকে রাশেদ এর মাধ্যমে কাটিয়া সরকার পাড়া ৫০, কামরুজ্জামান এর মাধ্যমে পলাশ পোল ৫০ কমরুল এর মাধ্যমে বউ বাজার ২৫ বেলাল এর মাধ্যমে গড়ের কান্দ ৫০, রাজ এর মাধ্যমে মুনজিতপুর, ৬০, চান্দুএর মাধ্যমে পুরাতন সাতক্ষীরা ৫০, সিরাজুল ইসলাম এর মাধ্যমে মাছ খোলা ক্লাব মোড়ে ৫০,আসিফ এর মাধ্যমে ওয়াল্ড ভিশন এর পাশে ৭০, মাওয়া চাইনিজ এর পাশে ২০, শাহাপাড়া ১৫, সুলতান পুর ৬০, মোঃ আকরাম হোসেন বাপ্পি এর মাধ্যমে ৫০, ডাবলু এর মাধ্যমে ১০,আসলাম এর মাধ্যমে লাবসা ২৬,মুস্তাফিজুর এর মাধ্যমে কাটিয়া ২৫,রাফিনুর এর মাধ্যমে বাকাল ৫০, লিটু এর মাধ্যমে ১৫, ডাক্তারের মাধ্যমে ১০, মোটঃ৬৮৬ পরিবার কে দুই আইটেম শাক সবজি এবং অন্যান্য ২৫০ পরিবার কে এক আইটেম শাক সবজি সহ মোটঃ৯৩৬ পরিবার কে বিনামূল্যে শাক সবজি দেওয়া হয়।উক্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন সেঞ্চুরি একাডেমি সাতক্ষীরা।কার্যক্রমটি বাস্তবায়ন এর ক্ষেএে নিরালস কাজ করে যাচ্ছে সেঞ্চুরি একাডেমীর কর্মকতা এজাজ আহমেদ স্বপন,শামসুর গজনবী বাবলু, শেখ হাসানাত মোস্তফা টপি, সালাহউদ্দীন রানা,রুহুল কুদ্দুস প্রমুখ।
