নেপাল ধর: মাদক ব্যবসায় বাধা দেওয়ায় আনার নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর পুরোহিত পাড়া এলাকায় এঘটনা ঘটেছে। আহত আনার পুরোহিত পাড়া এলাকার বাসিন্দা বলে জানা যায়। এদিকে করোনা দুর্যোগের মাঝে এলাকার মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেন এলাকার বাসিন্দাদের অনেকে। মাদক ব্যবসায় বাধা দেওয়ায় আনারকে হত্যা করার উদ্দ্যেশে কুপিয়েছে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী তুষার। আহত আনারকে আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আনারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানান তার স্বজনরা। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী তুষারের নামে একাদিক মামলা রয়েছে বলেও এলাকাবাসী জানান । এ ব্যাপারে কোতোয়ালী থানায় মামলা হয়েছে বলে আনারের পরিবার পক্ষ থেকে জানা যায়। এ বিষয়ে এলাকাবাসী দ্রুত তুষার গংদের গ্রেফতার করার দাবী জানান।
