নেপাল ধর: দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রান্তিলগ্নে “বাংলাদেশ আমার অহংকার” ময়মনসিংহ র্যাব-১৪ ভেজাল বিরোধী অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল ঔষধ সহ তিন জনকে আটক করেছে। এ সময় বিভাগীয় নগরীর চরপাড়া এলাকায় একটি ফার্মেসিতে ফিনিক্স 20″ অপসোনিন ফার্মা লি: নাপা এক্সট্রা” ও নাপা সিরাপ” ও ডাইজেসিড প্লাস বেক্সিমকো লি: সহ বিভিন্ন নামিদামি কোম্পানির ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করার দায়ে ফার্মেসির মালিক আনিসুজ্জামান মিলন কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ পন্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নগরীর ভাটিকাশর এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির নামিদামি মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল ঔষধ বিভাগীয় নগরী ও জেলা উপজেলা গুলোতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ফার্মেসি গুলোতে সরবরাহ করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে নগরীর ভাটিকাশর এলাকায় র্যাব-১৪ মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজনকে আটক করা হয়। ভেজাল ঔষধ সরবরাহ করার দায়ে ও বিক্রির সাথে জড়িত মোঃ আবুল কালামকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবংতার সহযোগী মো: আখতারুজ্জামান কে নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম (প্রিন্স) এ সময় তিনি বলেন বেজাল ও মেয়াদ উর্ত্তীন ওষুধ হচ্ছে মানুষকে নিরবে খুন করা কাজেই এধরনের কাজ থেকে সকলেই বিরত থাকবেন,ময়মনসিংহ র্যাব-১৪ এর সিনিয়র এএসপি হাফিজুল ইসলাম, সিনিয়র এএসপি তৌফিকুল আলম, সিনিয়র এ এসপি জুনাঈদ আফ্রাত সহ অভিযানে র্যাবের অন্যান্য কর্মকর্তা ও ড্রাগস ইনস্পেক্টর উপস্থিত ছিলেন।
