নেপাল ধর: করোনার মহামারিতে অসহায়, দূস্থ,পঙ্গু, বেকার ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা ও নগদ টাকা বিতরণ করে মানবিকতার পরিচিয় দিলেন ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ। ওসি বলেন, প্রতিবন্ধী তরুণ অনেক কষ্টে রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের কাছ থেকে সাহায্য সংগ্রহ করতো। তার হুইল চেয়ারটি ভালো ছিলো না। বিষয়টি নজরে আসার পর ঈদের উপহার হিসেবে তাকে এ হুইল চেয়ারটি দেয়া হলো। তিনি সব সময় অসহাযদের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেছেন। শরীফ মিয়া জন্মের পর থেকেই প্রতিবন্ধী। বাবা রিকশাচালক। সংসারে অভাব লেগেই আছে। হুইল চেয়ার দিয়ে মানুষের কাছে হাত পেতে সংসারের অভাব কিছুটা লাঘব করছিলেন। কিন্তু হুইল চেয়ারটিও দিনদিন নষ্ট হয়ে যায়। ভাঙা হুইল চেয়ার দিয়েই চলত। প্রতিবন্ধী শরিফের করুণ অবস্থা নিয়ে স্থানীয় একজন সাংবাদিক ফেসবুকে হুইল চেয়ারের আবেদন জানিয়ে একটি পোস্ট করেন। সেটি ওসির নজরে আসলে হুইল চেয়ার কিনে দেওয়ার আগ্রহ প্রকাশ করেন ঈশ্বরগঞ্জ থানার ওসি। তারি ধারাবাহিকতায় সোমবার সকালে প্রতিবন্ধী শরীফ ও তার মা’কে থানায় ডেকে এনে তার হাতে হুইল চেয়ার তুলে দেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ।
