মোঃ আবুল বাশার: নেত্রকোনার পূর্বধলা থানাধীন শ্যামগঞ্জ ১১ নং গোহালাকান্দা ইউনিয়ন পরিষদে করোনা ভাইরাস এর প্রভাবে নিম্নআয়ের,দুঃস্থ , অসহায় দিনমজুর ২৫০ টি পরিবারের মধ্যে সরকারের পক্ষ হতে জি আর ১০ কেজি করে চাউল প্রনোদনা সামগ্রী বিতরন করেন , ইউপি চেয়ারম্যান ফকির মোহাম্মদ ছায়েদ আল মামুন শহিদ ।
এসময় উপস্থিত ছিলেন অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মালেক, ইউপি সদস্যগন, ও ইউপি সচিব শহিদুল আলম মামুন। সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চাউল বিতরন করা হয়, জানা যায় পর্যায়ক্রমে সরকারের এ বরাদ্দ অব্যাহত থাকবে। এবং করোনা ভাইরাসের সংক্রমণ থেকে কিভাবে বাচতে পারে সে উপদেশ দেন। এবং বাড়ি থেকে প্রয়োজন ছাড়া কেউ যেন বেড় না হন সে বিষয়ে সকলকে অনুরোধ করেন,সকলকে করোনা ভাইরাসের বাচাঁর উপদেশ দিয়ে তাদেরকে বলেন যেকোনো সমস্যা এবং প্রয়োজনে যেন ইউনিয়ন পরিষদের মোবাইল নম্বরে সাহায্য নিবেন ।এবং যাদের ঘরে খাদ্য নেই তারা যেন লজ্জা না করে জানাবেন।